পায়রা নদী ভাঙ্গন পরিদর্শনে জেলা প্রশাসক

পায়রা নদী ভাঙ্গন পরিদর্শনে জেলা প্রশাসক

মো. এবাদুল হক , দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদী ভাঙনের কবলে পরা আংগারিয়া বাহেরচর এলাকা পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন সোমবার ২আগষ্ট বেলা ১টায় জেলা প্রশাসক পায়রা নদীর পাড়ের ভাঙন পরিদর্শন করেন একং ভাঙ্গন কবলিত আংগারিয়া ইউনিয়নের আংগারিয়া বাহেরচর গ্রামের মানুষের খোঁজ-খবর নেন নদী ভাঙনের শিকার মানুষদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি সংশ্লিষ্টদের ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পাউবো নির্বাহী প্রকৌশলীকে পরামর্শ দেন তিনি ক্ষতিগ্রস্থ ২৯টি পরিবারের মাঝে নগদ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেন এবং আরও ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা আংগারিয়া বাজারের পার্শস্থ যে কোন জায়গায় জমি ক্রয়করে ৫০টি পরিবারকে বসতবাড়ি করে দেওয়ার প্রস্তাব প্রেরনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম.এইচ.সালেহীন, উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ, দুমকি থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান, আংগারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, প্রেস ক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী ভাঙ্গন কবলিত পরিবার উপস্থিত ছিলেন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, ইতিমধ্যে নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের জন্য প্রস্তাব মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে খুব দ্রুতই বাস্তবায়ন হবে